বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করুন

একশন বার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে, আপনার একটিভিটির জন্য একটা কাস্টম থিম তৈরী করুন যা actionBarStyle প্রপারটি কে ওভাররাইড করে। এই প্রপারটিটি অন্য স্টাইল নির্দেশ করে যার মধ্যে আপনি একশন বার ব্যাকগ্রাউন্ড এর জন্য ড্রয়েবল রিসোর্স নির্দিষ্ট করতে background প্রপারটি ওভাররাইড করতে পারবেন।

যদি আপনার অ্যাপস navigation tabs বা split action bar ব্যবহার করে থাকে, তাহলে আপনি এই বারের জন্য আলাদা আলাদা ভাবে backgroundStacked এবং backgroundSplit প্রপারটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড নির্দিষ্ট করতে পারেন।

সতর্কতা: এটা গুরুত্বপূর্ণ যে আপনি একটা যথাযথ প্যারেন্ট থিম ডিক্লেয়ার করতে পারেন যা থেকে আপনার কাস্টম থিম এবং স্টাইল তাদের স্টাইল পেয়ে থাকে। একটা প্যারেন্ট স্টাইল ছাড়া, আপনার একশন বার অনেক স্টাইল প্রপার্টি ছাড়াই একশন বার হবে যদিনা আপনি স্বয়ং নিজেই তাদেরকে স্পষ্টভাবে ডিক্লেয়ার না করেন।