বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

অন্য অ্যাপকে আপনার অ্যাপ শুরু করতে দেয়া

(http://developer.android.com/training/basics/intents/filters.html)

পূর্ববর্তী দুইটা অনুশীলনী গল্পের একটা দিক ফোকাস করে: আপনার অ্যাপ থেকে অন্য অ্যাপের একটিভিটি শুরু করা। কিন্তু যদি আপনার অ্যাপ একটা কাজ সম্পাদন করতে পারে যা অন্য অ্যাপের জন্য উপকারী হতে পারে, আপনার অ্যাপকে অন্য অ্যাপ থেকে একশন রিকোয়েস্ট এ রেসপন্স করার মতো করে প্রস্তুত করা উচিত। ্উদাহরণস্বরূপ, আপনি যদি একটা সামাজিক অ্যাপ তৈরী করেন যা ইউজারের বন্ধুদের সাথে মেসেজ বা ফটো শেয়ার করতে পারে, এটা আপনার আগ্রহের কেন্দ্রে থাকবে ACTION SEND ইনটেন্টকে সাপোর্ট করাটা, ফলে ইউজার অন্য অ্যাপ থেকে একটি “শেয়ার” একশন চালু করতে পারবে এবং একশনটি সম্পাদন করতে আপনার অ্যাপ শুরু করবে।

আপনার একটিভিটি শুরু করতে অন্য অ্যাপকে অনুমোদন দিতে, আপনার প্রয়োজন অনুরূপ < activity> এলিমেন্ট এর জন্য আপনার মেনিফেস্ট ফাইলে < intent-filter> এলিমেন্ট সংযুক্ত করা।

যখন আপনার অ্যাপ একটি ডিভাইসে ইনস্টল করবেন, সিস্টেম আপনার ইনটেন্ট ফিল্টারস চিহ্নিত করে এবং ইনস্টল করা সকল অ্যাপ কর্তৃক সাপোর্ট করা ইনটেন্টের ইন্টার্নাল ক্যাটালোগে ইনফরমেশনগুলো সংযুক্ত করে। যখন একটি অ্যাপ একটা ইমপ্লিসিট ইনটেন্ট দিয়ে startActivity()বা startActivityForResult()কল করে, সিস্টেমটি কোন একটিভিটি (বা একটিভিটিগুলো) ইনটেন্টে রেসপন্স করতে পারে।