বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

সাধারন ডাটা শেয়ার করা

(http://developer.android.com/training/sharing/index.html)

অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশনের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তাদের একে অপরের সাথে যোগাযোগ করতে পারা এবং একীভুত হওয়ার ক্ষমতা। কেন একটা কার্যকারতিার পূনরুদ্ভাবন করবেন যা আপনার অ্যাপলিকেশনের মধ্যে নেই যখন এটা অন্য একটা অ্যাপলিকেশনের মধ্যে ইতিমধ্যে বিদ্য রয়েছে?

এই ক্লাস Intent এপিআই এবং ActionProvider অবজেক্ট ব্যবহার করে অ্যাপলিকেশনের মধ্যে সাধারণ ডাটা সেন্ড এবং রিসিভ করার কিছু প্রচলিত উপায় অন্তর্ভূক্ত করে।