বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

একটি সহজ শেয়ার একশন যুক্ত করা

(http://developer.android.com/training/sharing/shareaction.html)

অ্যান্ড্রয়েড ৪.০ (এপিআই লেভেল ১৪) এর মধ্যে ActionProvider এর প্রবর্তন দ্বারা আপনার ActionBar এর মধ্যে কার্যকরী এবং ইউজার বান্ধব শেয়ার একশন বাস্তবায়ন করাটা এমনকি আরও সহজ করে তৈরী। একটি ActionProvider, একবার একশনবারের মধ্যে মেনু আইটেমে সংযুক্ত হলে, ওই আইটেমের উপস্থিতি এবং আচরণ উভয়কেই চালনা করে। ShareActionProvider এর ক্ষেত্রে, আপনি একটা শেয়ার ইনটেন্ট সরবরাহ করেন এবং এটা বাকীটা করে।

নোট: এপিআই লেভেল ১৪ এবং এর চেয়ে উন্নত সংস্করন দিয়ে শুরু করা কাজে ShareActionProvider বিদ্যমান আছে

ফিগার ১. গ্যালারি অ্যাপে ShareActionProvider ।