বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

বাটন এ্যাড (সংযোজন) করুন

< EditText> এলিমেন্ট কে তাৎক্ষনিক ভাবে অনুসরন করে এখন লেআউটে < Button > এ্যাড করুন

<Button
    android:layout_width="wrap_content"
    android:layout_height="wrap_content"
    android:text="@string/button_send" />

উচ্চতা এবং প্রস্থ "wrap_content" তে সেট করা হয় যাতে বাটনটি বাটন টেক্সট এর সাথে খাপ খেতে যততটুকু বড় হওয়া প্রয়োজন ঠিক ততটুকু বড়হ য়। এই বাটনের android:id এট্রিবিউটের দরকার নাই, কারন একটিভিটি কোড থেকে রেফারেন্সড হবে না।