বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

এই অধ্যায়ের অনুশীলনী সমুহ

একশনবার সেটআপ করা

শিখুন আপনার একটিভিটিতে কীভাবে মৌলিক একশন বার এ্যাড করতে হয়, হতে পারে আপনার অ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড ৩.০ এবং এর চে উন্নত সংস্করনকে সাপোর্ট করে অথবা অ্যান্ড্রয়েড ২.১ এর মতো নীচের সংস্করনকেও সাপোর্ট করতে পারে (অ্যান্ড্রয়েড সাপোর্ট লাইব্রেরী ব্যবহার করে)

একশন বাটন এ্যাড (সংযোজন) করা

শিখুন, কীভাবে একশন বারের মধ্যে ইউজার একশন এ্যাড এবং রেসপন্স করতে হয়

একশন বার এর স্টাইল ঠিক করা

শিখুন কীভাবে একশন বার এর দৃশ্যমানতাকে কাস্টোমাইজ করতে হয়

একশন বার ওভারলে করা

শিখুন কীভাবে আপনার লেআউটের সামনে একশন বারকে ওভারলে করতে ত্রুটিহীন পরিবর্তন কে অনুমোদন করবে যখন একশন বার হাইড করা থাকে।