বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

শুধুমাত্র অ্যান্ড্রয়েড ৩.০ এবং এর চেয়ে উন্নত সংস্করনকে সাপোর্ট করা

অ্যান্ড্রয়েড ৩.০ (API level 11) দিয়ে শুরু করলে, একশন বার সকল একটিভিটির মধ্যে অন্তর্ভুক্ত থাকে যা Theme.Holo থিম (অথবা এর যে কোন একটা শাখা) ব্যবহার করে, যেটা একটা ডিফল্ট থিম, যখন targetSdkVersion অথবা minSdkVersion এটিবিউটের যে কোন একটা "১১" অথবা এর চেয়ে বেশীতে সেট করা হয়।

সুতরাং আপনার একটিভিটিতে একশন বার এ্যাড করতে, সোজাসুজি ১১ বা এর চেয়ে বেশীতে এট্রিবিউট সেট করুন। উদাহরন:

<manifest ... >
    <uses-sdk android:minSdkVersion="11" ... />
    ...
</manifest>

নোট: আপনি যদি কাস্টম থিম সেট করে থাকেন, নিশ্চিত হোন যে এটা যে কোন একটা Theme.Holo থিম এর প্যারেন্ট হিসাবে ব্যবহার করে।

এখন Theme.Holo থিম আপনার অ্যাপ এ ব্যবহৃত হচ্ছে এবং সকল একটিভিটি একশন বার দেখাচ্ছে।