বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

অনুশীলনী সমুহ

ট্যাব দিয়ে সোয়াইপ ভিউ তৈরী করা

এখানে শিখুন কীভাবে একশন বারে ট্যাব বাস্তবায়ন করতে হয় এবং ট্যাবের মধ্যে নেভিগেশন করতে হরাইজন্টাল পেজিং প্রদান করতে হয়।

একটি নেভিগেশন ড্রয়ার তৈরী করা

এখানে শিখুন স্ক্রিনের পাশে কীভাবে একটি হিডেন (লুকানো) নেভিগেশন ড্রয়ার দিয়ে একটি ইন্টারফেস তৈরী করতে হয় যা একটি সোয়াইপ দিয়ে বা একশন বারের অ্যাপ আইকন প্রেস করার মাধ্যমে ওপেন হয়।

আপ নেভিগেশন প্রদান করা

শিখুন কীভাবে একশন বারের অ্যাপ আইকন ব্যবহার করে আপ (Up) নেভিগেশন বাস্তবায়ন করতে হয়।

যথাযথ ব্যাক নেভিগেশন প্রদান করা

শিখুন বিশেষ ক্ষেত্রে কীভাবে যথাযথভাবে Back বাটন পরিচালনা করতে হয়, যার মধ্যে রয়েছে কীভাবে ব্যাক স্ট্যাকের মধ্যে একটিভিটি প্রবেশ করাতে হয় যখন নোটিফিকেশন বা অ্যাপ উইডজিট (Widgets) থেকে ইউজারকে গভীর-লিংক করা হয়।

ডিসেনডেন্ট নেভিগেশন বাস্তবায়ন করা

আপনার অ্যাপলিকেশনের ইনফর্মেশন হায়ারারকির মধ্যে নেভিগেশন করে নেমে আসার অগ্রগামী পয়েন্টগুলো সম্পর্কে শিখুন।