বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

নোটিফিকেশন অপসারণ করা

যতক্ষণ না নিচের বিষয়গুলো না ঘটে থাকে নোটিফিকেশন দৃশ্যমান থাকে:

  • ইউজার নোটিফিকেশন বাদ দিয়ে দেয় হয় একক ভাবে না হয় “ক্লিয়ার অল” ("Clear All") ব্যবহার কওে (যদি নোটিফিকেশন ক্লিয়ার হতে পারে।

  • ইউজার নোটিফিকেশন কে টাচ করতে পাওে, এবং আপনি setAutooCanel() কল করেন যখন আপনি এই নোটিফিকেশন তৈরী করেছিলেন।

  • আপনি একটি নির্দিষ্ট নোটিফিকেশন আইডির জন্য কল cancel() করতে পারেন। এছাড়াও এই পদ্ধতি চলতি নোটিফিকেশনও ডিলিট করে দিতে পারে।

  • আপনি cancelAll()কল করেন, যা আপনি পূর্বে যতগুলো নোটিফিকেশন ইস্যু করেছেন তা অপসরণ করতে পারেন।