বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

কমান্ড লাইন টুলস দিয়ে প্রজেক্ট তৈরী করুন

আপনি যদি ADT দিয়ে Eclipse IDE ব্যবহার না করে থাকেন, তাহলে আপনি এর পরিবর্তে কমান্ড লাইন থেকে SDK tools ব্যবহার করে আপনার প্রজেক্ট তৈরী করতে পারেন:

১. অ্যান্ড্রয়েড SDK's tools এর অভ্যন্তরের ডিরেক্টরিস পরিবর্তন করুন

২. যা করতে হবে:

Android list targets

* এটা অ্যান্ড্রয়েড প্লাটফর্মের একটি তালিকা তৈরী করে দিবে যা আপনি আপনার সফটওয়ার ডেভেলপমেন্ট টুল (SDK) এর জন্য ডাউনলোড করেছিলেন। প্লাটফর্মটি খুজে নিন যার বিপরীতে আপনি আপনার অ্যাপ কম্পাইল করতে চান। টার্গেট আইডির একটা নোট তৈরী করুন। আমাদের পরামর্শ হচ্ছে আপনি যথাসম্ভব সবচেয়ে আপডেট ভার্সন কে নির্বাচিত করুন। আপনি এখনও পুরাতন ভার্সনকে সাপোর্ট করতে পারে এমন অ্যাপ তৈরী করতে পারেন, কিন্তু এই সেটিং এর লক্ষ্য হওয়া উচিত যাতে এটা নতুন ভাসার্নেও কাজ করে এবং সর্বশেষ ভার্সানের ডিভাইসেও এই অ্যাপ ব্যবহারকারীদের জন্য অন্তর্ভুক্ত করে দেয়া উচিত।

আপনি যদি দেখেন যে কোন টার্গেট লিস্টেড না, তাহলে আপনাকে অ্যান্ড্রয়েড এসডিকে ম্যানেজার টুল ব্যবহার করে এটা ইনস্টল করতে হবে। দেখুন Adding Platforms and Packages: (http://developer.android.com/sdk/installing/adding-packages.html)।

৩. যা করতে হবে:

android create project --target --name MyFirstApp \
--path /MyFirstApp --activity MainActivity \
--package com.example.myfirstapp

টার্গেট তালিকা থেকে একটা আইডির সাথে এর পরিবর্তে প্রতিস্থাপন করে নিন (পূর্ববর্তী ধাপ থেকে) এবং যে লোকেশনে আপনার অ্যান্ড্রয়েড প্রজেক্ট সেভ করতে চান সেই সেই লোকেশন এখানে প্রতিস্থাপন করুন।

আপনার অ্যান্ড্রয়েড প্রজেক্ট এখন কিছু ডিফল্ট কনফিগারেশন দিয়ে সেট আপ হয়েছে এবং আপনি এখন আপনার অ্যাপ তৈরীর জন্য কাজ শুরু করতে পারেন। পরবর্তী অনুশীলনীতে যান।

পরামর্শ*: আপনার PATH এনভায়রনমেন্ট ভেরিয়েবল এ platform-tools/ এবং একই সাথে tools/ যোগ করুন