বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

একটা সত্যিকার ডিভাইসে রান করুন

আপনার যদি এবটা সত্যিকার অ্যান্ড্রয়েড পাওয়ারড ডিভাইস থাকে, তাহলে আপনি নি¤েœাক্ত পদ্ধতিতে আপনার অ্যাপ ইনস্টল এবং রান করতে পারবেন:

  1. আপনার ডিভাইসটা ইউএসবি ক্যাবলের মাধ্যমে আপনার ডেভেলপমেন্ট মেশিনে প্লাগ ইন করুন, আপনার ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ ইউএসবি ড্রাইভার ইনস্টল করা লাগতে পারে। ড্রাইভার ইনস্টল করতে সাহায্যর জন্য OEM USB Drivers (http://developer.android.com/tools/extras/oem-usb.html) তথ্যটি দেখুন।

  2. আপনার ডিভাইসে USB debugging চালু করুন

* অ্যান্ড্রয়েড ৩.২ অথবা এর চেয়ে পূরাতন এর ক্ষেত্রে আপনি অপশনটি খুজে পাবেন Settings > Applications > Development এখানে ।

* অ্যান্ড্রয়েড ৪.০ এবং এর চেয়ে উন্নত সংস্করনের ক্ষেত্রে Settings > Development options এ খুঁজে পাবেন

নোট: অ্যান্ড্রয়েড ৪.২ এবং এর চেয়ে উন্নত সংস্করনের ক্ষেত্রে Development options বাই ডিফল্ট হিডেন থাকে। এটাকে পেতে হলে Setting > About phoone > যান Build number সাতবার টোকা দিন। পূর্ববর্তী স্ক্রিনে ফিরে এসে Development options পাবেন।

ইক্লিপস থেকে অ্যাপ রান করাতে:

  1. আপনার একটি প্রজেক্ট ফাইল ওপেন করুন এবং টুলবার থেকে Run ক্লিক করুন

  2. Run as নামে যে উইন্ডো আসবে তার Android Application কে নির্বাচিত করে OK তে ক্লিক করুন

ইক্লিপস আপনার কানেক্টেড ডিভাইসে অ্যাপ ইনস্টল করে দিবে এবং চালু করে দিবে,

অথবা কমান্ড লাইন থেকে আপনার অ্যাপ রান করা:

  1. আপনার অ্যান্ড্রয়েড প্রজেক্টের দিকে ডিরেক্টরি পরিবর্তন করুন এবং করুন:

     ant debug
    
  2. নিশ্চিত করুন আপনার PATH এনভায়রেনমেন্ট ভেরিয়েবলে অ্যান্ড্রয়েড এসডিকে platform-tools/ ডিরেক্টরি অন্তর্ভুক্ত আছে। তারপর এটা করুন:

     adb install bin/MyfirstApp-debug.apk
    
  3. আপনার ডিভাইসে MyFirstActivity খুজে বের করুন এবং এটা ওপেন করুন

এভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ, একটি ডিভাইসে তৈরী ও রান করাতে পারবেন। ডেভেলপিং শুরু করতে পরবর্তী অনুশীলনীতে চলে যান।