বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

প্রিভিউ ওরিয়েন্টেশন সেট করুন

অধিকাংশ ক্যামেরা অ্যাপলিকেশন ডিসপ্লেকে ল্যান্ডস্কেপ পদ্ধতিতে আটকে ফেলে কারন ঐটা ক্যামেরা সেন্সরের স্বাভাবিক ওরিয়েন্টেশন। এই সেটিং আপনাকে পোেের্ট্রইট-মোড ফটো নিতে বাধা দিবে না কারন ডিভাইসের ওরিয়েন্টেশন EXIF হেডারে রেকর্ড করা আছে। কীভাবে ইমেজ রেকর্ড করা হচ্ছে তাকে প্রভাবান্বিত না করেই কীভাবে প্রিভিউ প্রদর্শিত (ডিসপ্লে) হবে তা setCameraDisplayOrientation()মেথড আপনাকে পরিবর্তন করতে দিবে। এপিআই লেভেল ১৪ এর আগের অ্যান্ড্রয়েডে আপানকে অবশ্যই ওরিয়েন্টেশন পরিবর্তন করার পূর্বে আপনার প্রিভিউ বন্ধ করতে হবে এবং তারপর এটা রিস্টার্ট করতে হবে।