বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

অ্যান্ড্রয়েড ৩.০ এবং এর চেয়ে উপরের সংস্করণে মেমরী ব্যবস্থাপনা

অ্যান্ড্রয়েড ৩.০ (এপিআই লেভেল ১১) BitmapFactory.Options.inBitmap ফিল্ড চালু করে। যদি এই অপশন সেট করা হয়, ডিকোড মেথড যা Options অবজেক্ট নেয় তা একটি বিদ্যমান বিটম্যাট রিইউজ করার উদ্যোগ নেয় যখন কনটেন্ট লোড করা হয়। এটার মানে হচ্ছে বিটম্যাপের মেমরী পূনব্যবহার হচ্ছে, উন্নত পারফর্মেন্সে পরিনত হতে এবং মেমরী এলোকেশন এবং ডি-এলোকেশন উভয় বাদ দিতে। কিন্ত সেখানে কিছু বাধ্যবাধকতা আছে কীভাবে inBitmap ব্যবহার হতে পারে। বিশেষত, অ্যান্ড্রয়েড ৪.৪ (এপিআই লেভেল ১৯) এর পূর্বে শুধুমাত্র সমান সাইজের বিটম্যাপকে সাপোর্ট করা হতো। বিস্তৃত বিবরনের জন্য inBitmap ডকুমেন্টেশন দেখুন।