বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

অ্যাপ কীভাবে রেডিও স্টেট মেশিন প্রভাবিত করে

একটি নতুন নেটওয়ার্ক কানেকশন তৈরী করার প্রতিটি সময়, রেডিও পূর্ন পাওয়ার স্টেটে পরিবর্তন করে। উপরে আলোচিত সাধারন 3G রেডিও স্টেট মেশিনের ক্ষেত্রে, এটা আপনার ট্রান্সফার সময়কালের জন্য পূর্ন পাওয়ারে থাকবে-এর সাথে টেইল-টাইমের অতিরিক্ত আরও ৫ সেকেন্ড- কম এনার্জি স্টেটে ১২ সেকেন্ডকে অনুসরণ করার মাধ্যমে। সুতরাং একটি সাধারণ 3G ডিভাইসের জন্য, প্রতিটা ডাটা ট্রান্সফার সেশন রেডিওকে প্রায় ২০ সেকেন্ডের জন্য এনার্জি ড্র করার কারন ঘটায়।

বাস্তবে, এটা বোঝায় একটি অ্যাপ যা ১ সেকেন্ডের জন্য আনবান্ডল ডাটা ট্রান্সফার করে প্রতি ১৮ সেকেন্ড ওয়ারলেস রেডিও টিকে অবিরাম সক্রিয় রাখে, এটাকে উচ্চ পাওয়ারে ফিরিয়ে নিয়ে আসে যেহেতু এটা নিস্ক্রিয় হয়েছিল। ফলশ্রুতিতে প্রতি মিনিটে উচ্চ পাওয়ার অবস্থায় এটা ১৮ সেকেন্ড ব্যাটারি খরচ করে, এবং বাকী ৪২ সেকেন্ড কম পাওয়ার অবস্থায় খরচ করে।

তুলনামূলকভাবে, একই অ্যাপ যা প্রতি মিনিটের ৩ সেকেন্ডের বান্ডল ট্রান্সফার রেডিওকে ৮ সেকেনোডর জন্য উচ্চ পাওয়ার স্টেটে রাখে এবং কম পাওয়ারে মাত্র অতিরিক্ত ১২ সেকেন্ডের জন্য রাখে।

দ্বিতীয় উদাহরণ প্রতি মিনিটের অতিরিক্ত ৪০ সেকেন্ডের জন্য রেডিওকে নিস্ক্রিয় রাখতে দেয়, যা ব্যাটারি খরচের একটি বিরাট ফল এনে দেয়।

ফিগার ২. বান্ডল এবং আনবান্ডল ট্রান্সফার এর মধ্যেকার আপেক্ষিক ওয়ারলেস রেডিও পাওয়ার ব্যবহার