বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

আপনার অ্যাপ কনটেন্ট গুগলের কর্তৃক সার্চ করার যোগ্য করে তৈরী করা

(http://developer.android.com/training/app-indexing/index.html)

যেহেতু মোবাইল অ্যাপ আরও বেশী অনুপ্রবেশ গম্য হয়েছে, ইউজার প্রাসঙ্গিক তথ্য শুধূমাত্র ওয়েবসাইটেই অনুসন্ধান করে না যে সব অ্যাপ তারা ইনস্টল করেছে সেখানেও এগুলো অনুসন্ধান করে। আপনি আপনার অ্যাপ কনটেন্টে গুগলকে প্রবেশ করাতে দিতে পারেন এবং আপনার অ্যান্ড্রয়েড অ্যাপকে ইউজারের কাছে গুগল সার্চ রেজাল্টের একটি গন্তব্য হিসাবে পরিবেশন করাতে পারেন যখন ওই কনটেন্ট একটি ওয়েব পেজের সাথে সংযোগ করে ।

আপনার একটিভিটিগুলোর জন্য ইনটেন্ট ফিল্টার প্রদান করার মাধ্যমে আপনার অ্যাপে নির্দিষ্ট কনটেন্ট ওপেন করে আপনি গুগল সার্চের জন্য এটাকে সম্ভব করতে পারেন। ইউজারের সার্চ রেজাল্টের মধ্যে ওয়েব পেজে লিংকের পাশাপাশি প্রাসঙ্গিক অ্যাপ কনটেন্টে লিংক পরিবেশনের মাধ্যমে গুগল সার্চ অ্যাপ ইনডেক্সিং এই সামর্থকে সমন্বয় করে। মোবাইল ডিভাইসে ইউজার এরপর তাদের সার্চ রেজাল্ট থেকে আপনার অ্যাপ ওপেন করতে একটি লিংকে ক্লিক করতে পারে, ইউজারকে একটি ওয়েব পেজের বদলে আপনার অ্যাপের কনটেন্ট সরাসরি ভিউয়ের সুযোগ দিন।

গুগল সার্চ অ্যাপ ইনডেক্সিং সক্রিয় করতে, আপনার অ্যাপ এবং ওয়েব সাইটের সম্পর্ক বিষয়ক তথ্য সহকারে আপনার গুগল প্রদান করা প্রয়োজন। এই প্রক্রিয়া নিচের ধাপগলোকে সম্পৃক্ত করে:

  1. আপনার অ্যাপ মেনিফেস্টে ইনটেন্ট ফিল্টার যোগ করার মাধ্যমে আপনার অ্যাপে কনটেন্ট নির্দিষ্ট করতে ডিপ লিংকিং সক্রিয় করুন।

  2. আপনার ওয়েব সাইটে বা একটি সাইটম্যাপ ফাইলে সম্পৃক্ত ওযেব পেজের মধ্যে এই লিংকগুলো নোট আকারে ব্যাখ্যা প্রদান করুন।

  3. আপনার অ্যাপ কনটেন্ট ইনডেক্স করতে গুগল প্লের মধ্যে আপনার APK তে গুগলবোট (googlebot) যেতে দেয়াকে অপট-ইন (কোন তথ্য পাওয়া) করুন। যখন আপনি একজন অংশগ্রহণকারী হিসাবে পূর্বের অ্যাডপটর প্রোগ্রামে যোগ দিবেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে অপট-ইন হবেন।

নোট: বর্তমানে, গুগল সার্চ অ্যাপ ইনডেক্সিং সামর্থ ইংরেজীতে- শুধুমাত্র পূর্বের অ্যাডপটর প্রোগ্রামে অংশগ্রহণ করা ডেভেলপারদের অ্যান্ড্রয়েড অ্যাপে সীমাবদ্ধ। আপনি App Indexing Expression of Interest ফর্ম সাবমিট করার মাধ্যমে একজন অংশগ্রহণকারী হতে সাইন আপ করতে পারেন (লিংক: https://docs.google.com/a/google.com/forms/d/1itcqPAQqggJ6e4m8aejWLM8Dc5O8P6qybgGbKCNxGV0/viewform)।

এই ক্লাস দেখায় কীভাবে আপনার অ্যাপলিকেশন কনটেন্টের ইনডেক্স এবং ডিপ লিংকিং সক্রিয় করতে হয় যাতে ইউজার মোবাইল সার্চ রেজাল্ট থেকে সরাসরি এই কনটেন্ট ওপেন করতে পারে।