বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

ভিন্ন ভিন্ন ভাষাকে সাপোর্ট করা

(http://developer.android.com/training/basics/supporting-devices/languages.html)

আপনার অ্যাপ কোড থেকে ইউজার ইন্টারফেস স্ট্রিংকে বের করে ফেলা এবং একটা বাইরের ফাইলে রাখা, সবসময়ই একটা ভালো চর্চা । প্রতিটা অ্যান্ড্রয়েড প্রজেক্টের রিসোর্স ডিরেক্টরী দিয়ে অ্যান্ড্রয়েড এটাকে সহজ করে দেয় ।

আপনি যদি আপনার প্রজেক্ট অ্যান্ড্রয়েড এসডিকে টুলস ব্যবহার করে তৈরী করে থাকেন, টুলসটি প্রজেক্টের একদম উপরের স্তরে একটা res/ ডিরেক্টরী তৈরী করে। এই res/ ডিরেক্টরীর মধ্যে বিভিন্ন রিসোর্স টাইপের জন্য সাবডিরেক্টরী আছে। এখানে আরও কিছু ডিফল্ট ফাইল আছে যেমন res/values/strings.xml যা আপনার স্ট্রিং ভ্যালু কে ধারন করে।