বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

অনুশলিনী সমুহ

কনট্যাক্ট লিস্ট পূণরুদ্ধার

এখানে শেখানো হবে কীভাবে কনট্যাক্টের একটি তালিকা পূনরূদ্ধার করা হবে যার জন্য নিচের কৌশল ব্যবহার করে ডাটা একটি সার্চ স্ট্রিং এর সকল অংশ বা কিছু অংশ কে ম্যাচ করে:

  • কনট্যাক্ট নাম দিয়ে ম্যাচ করা
  • যে কোন ধরনের কনট্যাক্ট ডাটা ম্যাচ করে
  • নির্দিষ্ট ধরনের কনট্যাক্ট ডাটা ম্যাচ করে যেমন, একটি ফোন নম্বর।

কনট্যাক্ট এর জন্য পূর্ণ বিবরণ পূণরুদ্ধার

এখানে শেখানো হবে একটি একক কনট্যাক্ট এর জন্য কীভাবে পূর্ন বিবরণ (ডিটেইলস) পূণরূদ্ধার করা হবে। একটি কনট্যাক্টের ডিটেইলস হচ্ছে ডাটা যেমন ফোন নম্বর এবং ঠিকানা। আপনি সকল ডিটেইলস পূনরূদ্ধার করতে পারেন, অথবা নির্দিষ্ট ধরনের ডিটেইল পূনরূদ্ধার করতে পারেন যেমন, সকল ইমেইল এড্রেস।

ইনটেন্ট ব্যবহার করে কনট্যাক্ট পরিবর্তন

এখানে শেখানো হবে পিপল অ্যাপে একটি ইনটেন্ট সেন্ড (পাঠানো) করার মাধ্যমে কীভাবে একটি কনট্যাক্টকে পরিবর্তন করা যায়।

কুইক কনট্যাক্ট ব্যাজ প্রদর্শন

শিখুন কীভাবে QuickContactBadge উইজিট প্রদর্শন করা যায়। যখন ইউজার কনট্যাক্ট ব্যাজ উইজিট ক্লিক করে, একটি ডায়লোগ ওপেন হয় যা কনট্যাক্টের ডিটেইলস এবং অ্যাপের জন্য একশন বাটন প্রদর্শন করে যা ডিটেইলকে চালনা করতে পারবে। উাদহরণস্বরূপ, যদি কনট্যাক্ট এর একটি ইমেইল এড্রেস থাকে, ডায়লগ ডিফল্ট ইমেইল অ্যাপের জন্য একটি একশন বাটন প্রদর্শন করে।