বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

একটি স্ক্রিন লিস্ট (তালিকা) তৈরী করুন

যখনই আপনি ইনফর্মেশন মডেল নির্ধারণ করবেন, আপনি আপনার অ্যাপলিকেশনের ডাটা কার্যকরভাবে আবিস্কার করতে, পর্যবেক্ষণ (ভিউ) করতে এবং এর উপর কাজ করতে ইউজারকে সক্রিয় করতে প্রয়োজনীয় প্রেক্ষাপট (কনটেক্সট) নির্ধারণ করা শুরু করতে পারবেন। বাস্তবে এটা করার একটি উপায় হচ্ছে ইউজারকে ডাটাতে নেভিগেট করা এবং ডাটার সাথে পারস্পরিক ক্রিয়া করতে দিতে প্রয়োজনীয় স্ক্রিনের একটি সামগ্রিক সেট নির্ধারণ করা। স্ক্রিন সেট যা আমরা আসলেই প্রকাশ করি তা অভিষ্ট ডিভাইসের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে; এটা ডিজাইন প্রক্রিয়ার প্রথম দিকেই বিবেচনা করাটা গুরুত্বপূর্ণ এটা নিশ্চিত করতে যে অ্যাপলিকেশন এর এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াতে পারবে।

আমাদের নমুনা অ্যাপরিকেশনের মধ্যে, আমরা ইউজারকে শ্রেণীকৃত সংবাদ এবং ফটো দেখা (ভিউ), সেভ করা এবং শেয়ার করতে ইউজারকে সক্রিয় করতে চাই। নিচে স্ক্রিনের একটি সামগ্রিক তালিকা আছে যা এই ব্যবহার কেসগুলো ধারণ করে।

  • সংবাদ (স্টোরি) এবং ফটোতে প্রবেশ করার জন্য হোম অথবা "launchpad" স্ক্রিন
  • শ্রেনীর তালিকা
  • একটি প্রদত্ত শ্রেণীর জন্য সংবাদের তালিকা
  • সংবাদের বিস্তারিত ভিউ (যেখান থেকে আমরা সেভ এবং শেয়ার করতে পারি)
  • ফটোর তালিকা (অশ্রেণীবদ্ধ)
  • ফটোর বিস্তারিত ভিউ (যেখান থেকে আমরা সেভ এবং শেয়ার করতে পারি)
  • সেভ করা সকল আইটেমের তালিকা
  • সেভ করা ফটোর তালিকা
  • সেভ করা সংবাদের তালিকা