বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

টেক্সট কালার কাস্টোমাইজ

আপনার একশন বার পরিবর্ধন বা পরিমার্জন করতে, প্রতিটা টেক্সট এলিমেন্ট এর জন্য ভিন্ন প্রপারটিজ ওভাররাইড করা দরকার:

  • একশন বার টাইটেল: একটি কাস্টম স্টাইল তৈরী করুন যা textColor প্রপার্টি কে সুনির্দিষ্ট করে এবং আপনার কাস্টম actionBarStyle এর মধ্যে titleTextStyle এর জন্য ওই স্টাইলকে সুনির্দিষ্ট করে।

নোট: TitleTextStyle তে কাস্টম স্টাইল প্রয়োগ করতে TextAppearance.Holo.Widget.ActionBar.Title কে প্যারেন্ট স্টাইল হিসাবে ব্যবহার করা উচিত।

  • একশন বার ট্যাবস: আপনার একটিভিটি থিম এর মথ্যে actionBarTabTextStyle কে ওভাররাইড করুন

  • একশন বাটন: একটিভিটি থিম এর মধ্যে actionMenuTextColorকে ওভাররাইড করুন