বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

অনুশীলনীসমূহ

ভিন্ন ভিন্ন স্ক্রিন সাইজ সাপোর্ট করা

এই অনুশীলনী দেখাবে কীভাবে লেআউট ডিজাইন করতে হয় যা বেশ কিছু ভিন্ন ভিন্ন স্ক্রিন সাইজ অভিযোজন করে (ভিউয়ের জন্য নমনীয় ডাইমেনশন, RelativeLayout , স্ক্রিন সাইজ এবং ওরিয়েন্টেশন কোয়লিফায়ার, এলিয়াস ফিল্টার, এবং নাইন-প্যাচ বিটম্যাপ ব্যবহার করে)।

ভিন্ন ভিন্ন স্ক্রিন ঘনত্ব (ডেনজিটি) সাপোর্ট করা

এই অনুশীলনী দেখাবে কীভাবে স্ক্রিন সাপোর্ট করতে হয় যার ভিন্ন পিক্সেল ডেনজিটি (ঘণত্ব) আছে (ডেনজিটি-স্বাধীন পিক্সেল ব্যবহার করা এবং প্রতিটা ডেনজিটির জন্য যথাযথ বিটম্যাপ প্রদান করা)।

অভিযোজিত ইউআই ফ্লো UI Flows) বাস্তবায়ন করা

এই অনুশীলনী দেখাবে কীভাবে এমন উপায়ে আপনার ইউআই ফ্লো (UI Flows) বাস্তবায়ন করতে হয় যা ভিন্ন ভিন্ন স্ক্রিন সাইজ/ঘনত্বর সম্মেলনের সাথে খাপ খাওয়াতে পারে (সক্রিয় লেআউটের রান-টাইম ডিটেকশন, চলতি লেআউট অনুসারে প্রতিক্রিয়া করা, স্ক্রিন কনফিগারেশন পরিবর্তন চালনা করা)।