বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

আপনার প্রথম অ্যাপ তৈরী করুন

(http://developer.android.com/training/basics/firstapp/index.html)

অ্যান্ড্রয়েড এ্যাপলিকেশন ডেভেলপমেন্ট এ আপনাকে স্বাগতম!

এই ক্লাসে আপনি শিখবেন কীভাবে আপনার প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরী করবেন। আপনি শিখতে পারবেন কীভাবে অ্যান্ড্রয়েড প্রজেক্ট করা যায় এবং অ্যাপ এর ডিবাগএবল সংস্করন পরিচালনা করা যায়। আপনি আরও শিখতে পারেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন করার কিছু মৌলিক ধারনা যার মধ্যে রয়েছে কীভাবে একটি সরল ইউজার ইন্টারফেস তৈরী করা যায় এবং ইউজার ইনপুট পরিচালনা করা যায়। এই ক্লাস শুরু করার পূর্বে আপনি নিশ্চিত হয়ে নিন যে ডেভেলপের পূর্ণ পরিবেশ তৈরী করা আছে, যেখানে দরকার:

১. অ্যান্ড্রয়েড এসডিকে (SDK) ডাউনলোড করা

২. ইক্লিপস এর জন্য অ্যান্ড্রয়েড ডেভেলপার টুল (ADT) প্লাগিন ইনস্টল করা (আপনি যদি ইক্লিপস IDE ব্যবহার করে থাকেন)

৩. এসডিকে ম্যানেজার ব্যবহার করে সর্বশেষ এসডিকে টুলস এবং প্লাটফর্ম ডাউনলোড করুন

আপনি যদি ইতিমধ্যে এই কাজগুলো শেষ করে না থাকেন, তাহলে অ্যান্ড্রয়েড এসডিকে (Android SDK) (এই http://developer.android.com/sdk/index.html লিংক থেকে) ডাউনলোড করুন, নি¤েœাক্ত ইনস্টল এর ধাপগুলো অনুসরণ করুন। আর আপনি যদি এই কাজ শেষ করে থাকেন তাহলে আপনি এই কাজ শুরু করার জন্য প্রস্তুত।

এই ক্লাসে একটা টিউটরিয়াল ব্যবহার করা হবে যাতে ধীরে ধীরে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরীর করে দেখানো হবে যেখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর মৌলিক ধারণাগুলি সম্পর্কে জানা যাবে, সুতরাং প্রতিটা ধাপ অনুসরন করা গুরুত্বপূর্ণ।

প্রথম পাঠর শুরু করা