বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

অডিও ফোকাস ব্যবস্থাপনা

(http://developer.android.com/training/managing-audio/audio-focus.html)

বহুমূখি (মাল্টিপল) অ্যাপস দিয়ে সম্ভাব্য অডিও প্লে এর ক্ষেত্রে তারা কীভাবে পারস্পরিকভাবে কাজ করে সেই বিষয়ে চিন্তা করাটা গুরুত্বপূর্ন। প্রতিটা মিউজিক অ্যাপ একই সময়ে প্লে করা পরিহার করতে, অ্যান্ড্রয়েড অডিও প্লেব্যাককে পরিমিত করতে অডিও ফোকাস ব্যবহার করে- শুধুমাত্র সেই অ্যাপ যা অডিও ফোকাস ধারন করে তার অডিও প্লে করা উচিত।

আপনার অ্যাপের অডিও প্লে শুরু করার পূর্বেই এর অডিও ফোকাস রিকোয়েস্ট এবং রিসিভ করা উচিত। একই ভাবে এটার জানা উচিত অডিও ফোকাস লস হলে কীভাবে তা শোনা উচিত এবং এটা ঘটলে কীভাবে যথাযথভাবে রেসপন্স করতে হয়।