বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

নেভিগেশন ফ্ল্যাগ যোগ করুন

অ্যানাড্রয়েড ৪.০ (API ভার্সন ১৪) এবং পরবর্তী সংস্করণে, কনট্যাক্ট অ্যাপের একটি সমস্যা ত্রুটিপূর্ন নেভিগেশন ঘটায়। যখন আপনার অ্যাপ কনট্যাক্ট অ্যাপে একটি এডিট ইনটেন্ট পাঠায়, এবং ইউজার একটি কনট্যাক্ট এডিট এবং সেভ করে, যখন তারা Back এ ক্লিক করে তারা কনট্যাক্ট লিস্ট স্ক্রিন দেখতে পায়। আপনার অ্যাপে নেভিগেট করে ফিরে আসতে তাদেরকে Recents এ ক্লিক করতে হবে এবং আপনার অ্যাপ বেছে নিতে হবে।

অ্যান্ড্রয়েড ৪.০.৩ (API ভার্সন ১৫) এবং পরবর্তী সংস্করণে এই সমস্যা নিয়ে কাজ করতে, একটি true এর ভ্যালু নিয়ে ইনটেন্টে সম্প্রসারিত ডাটা কি finishActivityOnSaveCompleted যুক্ত করুন। অ্যান্ড্রয়েড ৪.০ এর পূর্বেকার অ্যান্ড্রয়েড সংস্করণ এই কি গ্রহণ করে, কিন্তু এর কোন কার্যকারিতা নেই। সম্প্রসারিত (এক্সটেন্ডেড) ডাটা সেট করতে নিচের কাজটি করুন:

// Sets the special extended data for navigation
editIntent.putExtra("finishActivityOnSaveCompleted", true);