বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

প্লাটফর্ম স্টাইল এবং থিম ব্যবহার

অ্যান্ড্রয়েড ইউজার এক্সপেরিয়েন্স থিম প্রদান করে যা অ্যাপকে মৌলিক/আসল অপারেটিং সিস্টেম এর লুক এবং ফিল দেয়। এই থিমগুলা মেনিফেস্ট ফাইলের মধ্যে থেকে আপনার অ্যাপে প্রয়োগ হতে পারে। এই বিল্ট ইন থিম এবং স্টাইল ব্যবহার করে আপনার অ্যাপ স্বাভাবিকভাবে নতুন রিলিজ হওয়া প্রতিটা অ্যান্ড্রয়েডের সর্বশেষ লুক এবং ফিল কে অনুসরন করবে।

আপনার একটিভিটিকে ডায়লগ বক্স এর মতো করে তৈরী করতে:

<activity android:theme="@android:style/Theme.Dialog">

আপনার একটিভিটিকে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড সহ তৈরী করতে:

<activity android:theme="@android:style/Theme.Translucent">

/res/values/styles.xml তে নির্ধারিত আপনার নিজস্ব কাস্টম থিম প্রয়োগ করতে:

<activity android:theme="@style/CustomTheme">

আপনার সম্পূর্ণ অ্যাপে (সকল একটিভিটি) একটি থিম প্রয়োগ, < application> এলিমেন্টে android:theme এট্রিবিউট এ্যাড করুন :

<application android:theme="@style/CustomTheme">

থিম তৈরী এবং ব্যবহার সম্পর্কিত আরও তথ্যের জন্য Styles and Themes গাইডটি পড়ুন। .