বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

কনটেন্ট শেয়ারিং সহ অ্যাপস তৈরী করুন

(http://developer.android.com/training/building-content-sharing.html)

এই অনুশীলনী আপনাকে শেখাবে কীভাবে একটি অ্যাপ তৈরী করা যায় যা অ্যাপস এবং ডিভাইসের মধ্যে ডাটা শেয়ার করবে।

১. সাধারন ডাটা শেয়ার করা

অন্য অ্যাপের সাথে তথ্য আদান প্রদান করার মাধ্যমে আপনার অ্যাপকে পরবর্তী লেভেলে কীভাবে যোগাযোগ করতে হয়, কীভাবে ফিরতি তথ্য গ্রহণ করতে হয়, এবং কীভাবে ইউজার কনটেন্ট দিয়ে শেয়ার একশন সম্পাদন করতে একটি সহজ এবং মাপযোগ্য উপায় সরবরাহ করা যায়।

  1. অন্য অ্যাপে সাধারণ ডাটা সেন্ড করা
  2. অন্য অ্যাপ থেকে সাধারণ ডাটা রিসিভ করা
  3. সহজ শেয়ার একশন এ্যাড করুন

২. ফাইল শেয়ার করা

একটি কনটেন্ট ইউআরআই এবং অস্থায়ী প্রবেশ অনুমতি ব্যবহার করে আপনার অ্যাপের সাথে যুক্ত ফাইলে কীভাবে একটা নিরাপদ প্রবেশ সরবরাহ করা যায়।

  1. ফাইল শেয়ার করা সেটআপ করা
  2. একটি ফাইল শেয়ার
  3. শেয়ার করা ফাইল রিকোয়েষ্ট করা
  4. ফাইল তথ্য পূনরূদ্ধার

৩. NFC দিয়ে ফাইল শেয়ার

NFC অ্যান্ড্রয়েড বিম ফিচার ব্যবহার করে কীভাবে ডিভাইসের মধ্যে ফাইল স্থানান্তর করা যায়।

  1. অন্য ডিভাইসে ফাইল সেন্ড করা
  2. অন্য ডিভাইস থেকে ফাইল গ্রহণ