বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

আপ (Up) নেভিগেশন প্রদান করা

(http://developer.android.com/training/implementing-navigation/ancestral.html)

আপনার অ্যাপের সকল স্ক্রিন যা আপনার অ্যাপের প্রধান প্রবেশ পথ নয় ("home" স্ক্রিন) তার উচিত ইউজারকে একটি উপায় দেয়া যে উপায়ে সে action bar এর মধ্যে Up বাটন প্রেস করার মাধ্যমে অ্যাপের হায়ারারকির মধ্যে লজিক্যাল প্যারেন্ট স্ক্রিনে নেভিগেচ করতে পারে। এই অনুশীলনী দেখাবে কীভাবে এই আচরণ যথাযথভাবে বাস্তবায়ন করা যায়।

Up নেভিগেশন ডিজাইন

Up নেভিগেশন এর জন্য প্রত্যয়টি এবং এর নীতি সমুহ Designing Effective Navigation (http://developer.android.com/training/design-navigation/ancestral-temporal.html) এবং Navigation (http://developer.android.com/design/patterns/navigation.html) ডিজাইন গাইডে আলোচনা করা হয়েছে।

ফিগার ১. একশন বারের মধ্যে আপ বাটন