(http://developer.android.com/training/basics/actionbar/styling.html)
একশন বার আপনার ব্যবহারকারীদের দিচ্ছে আপনার অ্যাপে কাজ করতে এবং নেভিগেট করার পরিচিত এক উপায়, কিন্তু এর মানে এই নয় যে অন্যান্য অ্যাপে যেভাবে থাকে আপনার অ্যাপেও ঠিক সেভাবে থাকবে। আপনি যদি একশন বারকে স্টাইল করে আপনার ব্র্যান্ড পন্যের সাথে ভলো ভাবে ফিট করতে চান তাহলে আপনি খুব সহজেই অ্যান্ড্রয়েডের style and theme রিসোর্স ব্যবহার করে তা করতে পারেন (লিংক: http://developer.android.com/guide/topics/ui/themes.html )।
অ্যান্ড্রয়েড বেশ কিছু বিল্ট ইন একটিভিটি থিম অন্তর্ভুক্ত করেছে যার মধ্যে রয়েছে “ডার্ক” বা “লাইট” একশন বার স্টাইল। আপনি আপনার একশন বারের দৃশ্যমানতাকে পরিবর্তন করতে চাইলে এই থিমগুলোকে আরও প্রসারিত/বিস্তৃত করতে পারবেন।
নোট: আপনি যদি একশন বারের জন্যে সাপোর্ট লাইব্রেরী এপিআই (অচওং) ব্যবহার করে থাকেন, অবশ্যই আপনাকে স্টাইলের Theme.AppCompat ফ্যামিলি ব্যবহার (অথবা ওভাররাইড করতে হবে) করতে হবে (এপিআই ১১ বা এর উপরের লেভেল যে Thme.Helo ফ্যামিলি আছে তার পরিবর্তে ব্যবহার করতে হবে)। আপনি যদি তাই করে থাকেন, তাহলে প্রতিটা স্টাইল প্রপারটি যা আপনি ডিক্লেয়ার করেছেন অবশ্যই দুইবার ডিক্লেয়ার করতে হবে, একবার প্লাটফর্মের স্টাইল প্রপারটি (android:প্রপারটি) ব্যবহার করে এবং একবার সাপোর্ট লাইব্রেরীতে অন্তর্ভুক্ত স্টাইল প্রপারটি ব্যবহার করে (appcompat.R.attr প্রপার্টি)। বিস্তারিত জানতে নিচের উদাহরন দেখুন।