(http://developer.android.com/training/basics/network-ops/xml.html)
এক্সেেটনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ (XML) হচ্ছে মেশিন-রিডেবল ফর্মে ডকুমেন্ট এনকোডিং করার জন্য এক সেট নিয়মাবলী। XML হচ্ছে ইন্টারনেটে ডাটা শেয়ার করার একটি জনপ্রিয় ফরমেট। ওযেবসাইট যা প্রতিনিয়ত তাদের কনটেন্ট আপডেট করছে, যেমন কোন নিউজ সাইট বা ব্লগ, মাঝে মাঝে একটি XML ফিড সরবরাহ করে যাতে বাইরের প্রোগামগুলো পাশাপাশি কনটেন্ট পরিবর্তন ধারন করতে পারে। ডাটা আপলোড করা বা পার্স করা নেটওয়ার্কে যুক্ত হওয়া অ্যাপসের একটি সাধারণ কাজ। এই অনুশীলনী ব্যাখ্যা করে কীভাবে XML ডকুমেন্ট পার্স করতে হয় এবং তাদেও ডাটা ব্যবহার করতে হয়।