বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

সার্চ ইন্টারফেস সেট আপ করা

(http://developer.android.com/training/search/setup.html)

অ্যান্ড্রয়েড ৩.০ তে শুর করা, একশন বারে একটি আইটেম হিসাবে SearchView উইডজিট (widget) ব্যবহার করা আপনার অ্যাপে সার্চ সরবরাহ করার একটি পছন্দনীয় উপায়। একশন বারের সকল আইটেমের মতো আপনি সব সময় দেখতে searchView নির্ধারণ করতে পারেন, শুধুমাত্র তখন যখন রূম বা কলাপসিবল একশন হিসাবে থাকে যা প্রাথমিকভাবে একটি আইকন হিসাবে SearchView প্রদর্শন করে, এরপর একটি সার্চ ফিল্ড হিসাবে সমগ্র একশন বার তার আওতার মধ্যে নিয়ে নেয় যখন ইউজার আইকন ক্লিক করে।

নোট: এই ক্লাসের পরবর্তীতে আপনি দেখাবে কীভাবে আপনার অ্যাপ কে ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ২.১ (এপিআই লেভেল ৭) এ কাজ করানোর মতো উপযোগী করতে হয় যা SearchView কে সাপোর্ট করে না।