অধিকাংশ নেটওয়ার্কে-যুক্ত অ্যান্ড্রয়েড অ্যাপস ডাটা সেন্ড এবং রিসিভ করতে HTTP ব্যবহার করে। অ্যান্ড্রয়েড দুইটা HTTP ক্লায়েন্ট অন্তর্ভূক্ত করে: HttpURLConnection এবং HttpClient অ্যাপাশে (Apache)। উভয়ই HTTPS, স্ট্রিমিং আপলোড এবং ডাউনলোড, কনফিগারেবল টাইমআউট, IPv6, এবং কানেকশন পুলিং সাপোর্ট করে। আমরা জিন্জারব্রেড বা এর উপরের সংস্করনের প্রতি লক্ষ্য করে তৈরী করা অ্যাপলিকেশনের জন্য HttpURLConnection সুপারিশ করি। এই এরও আলোচনার জন্য, এই ব্লগপোস্টটি Android's HTTP Clients দেখুন ।