একটি ফ্রাগমেন্ট তৈরী করা
শিখুন কীভাবে একটি ফ্রাগমেন্ট তৈরী করতে হয় এবং এটার কলব্যাক মেথডের মধ্যে থেকে মৌলিক আচরণ বাস্তবায়ন করতে হয়।
একটি নমনীয় (ফ্লেক্সিবল) ইউজার ইন্টারফেস তৈরী করা
শিখুন কীভাবে লেআউটসহ আপনার অ্যাপস তৈরী করবেন যা বিভিন্ন স্ক্রিনের জন্য বিভিন্ন ফ্রাগমেন্ট কনফিগারেশন প্রদান করে।
অন্যান্য ফ্রাগমেন্টের সাথে যোগাযোগ স্থাপন
শিখুন কীভাবে একটি ফ্রাগমেন্ট থেকে একটিভিটিতে বা অন্য ফ্রাগমেন্টে কমিউনিকেশন/যোগাযোগের উপায় সেট করতে হয়।