বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

ওয়াই-ফাই সহকারে P2P কানেকশন তৈরী করা

(http://developer.android.com/training/connect-devices-wirelessly/wifi-direct.html)

ওয়াই-ফাই পিয়ার টু পিয়ার (P2P) এপিআই একটি নেটওয়ার্ক বা হটস্পটে যুক্ত না হয়েই অ্যাপলিকেশনকে নিকটস্থ ডিভাইসে যুক্ত হতে দেয় (অ্যান্ড্রয়েডের ওয়াই-ফাই পিয়ার টু পিয়ার (P2P) ফ্রেমওয়ার্ক Wi-Fi Direct™ সার্টিফিকেশনের অনুবর্তী হয়)। ওয়াই-ফাই পিয়ার টু পিয়ার (P2P) আপনার অ্যাপলিকেশন কে ব্লুটুথ এর সামর্থের সীমার বাইরের নিকটবর্তী ডিভাইসকে দ্রুত খুজে বের করা বা এর সাথে যোগাযোগ করতে অনুমোদন করে।

এই অনুশীলনী আপনাকে দেখায় ওয়াই-ফাই পিয়ার টু পিয়ার (P2P) ব্যবহার করে কীভাবে নিকটবর্তী ডিভাইসকে খুজে বের করা বা এর সাথে যোগাযোগ করতে হয়।