বাটনের অন ক্লিক ইভেন্ট এ রেসপন্স করতে, activity_main.xml লেআউট ফাইল ওপেন করুন এবং < Button > এলিমেন্ট এ android:onClick এট্রিবিউট এ্যাড করুন:
<Button
android:layout_width="wrap_content"
android:layout_height="wrap_content"
android:text="@string/button_send"
android:onClick="sendMessage" />
android:onClick এট্রিবিউট এর ভ্যালু "sendMessage" হচ্ছে আপনার একটিভিটির একটা পদ্ধতির নাম, ব্যবহারকারী যখন বাটনে ক্লিক করে সিস্টেম তখন এটাকে কল করে।
MainActivity ক্লাস ওপেন করুন (প্রজেক্টের src/ ডিরেক্টরীতে আছে) এবং সমরূপ মেথড এ্যাড করুন।
/** Called when the user clicks the Send button */
public void sendMessage(View view) {
// Do something in response to button
}
এর জন্য দরকার View ক্লাস নিয়ে আসা দরকার।
import android.view.View;
টিপ: ইক্লিপস এ Ctrl + Shift + O প্রেস করে মিসিং ক্লাস আনতে হয় (Mac এ Cmd + Shift + O )
android:onClick এ যে পদ্ধতির নাম দেওয়া হয়েছে তার সাথে সিস্টেম এর ম্যাচ করার জন্য কিছু বৈশিষ্ট্য যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে হতে হবে। সুনির্দিষ্টভাবে পদ্ধতিটি অবশ্যই -
পরবর্তীতে, আপনি টেক্সট ফিল্ড এর কনটেন্ট পড়তে এবং ওই টেক্সট অন্য কাজে প্রদান করে এই পদ্ধতি পছন্দ করবেন।