বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

অন্য ফ্রাগমেন্টের সাথে যোগাযোগ

(http://developer.android.com/training/basics/fragments/communicating.html)

ফ্রাগমেন্ট ইউজার ইন্টারফেস কমপোনেন্ট ব্যবহারের জন্য, আপনাকে সম্পূর্ন স্বয়ংসম্পূর্নভাবে প্রতিটা মডিউলার কম্পোনেন্ট তৈরী করা উচিত যা এর নিজস্ব লেআউট এবং আচরন নির্ধারণ করে। পূর্বে আপনি যদি এই পূণব্যবহারযোগ্য ফ্রাগমেন্টগুলোকে নিরূপন করে থাকেন, আপনি তাদেরকে একটি একটিভিটির সাথে একাত্ম করে দিতে পারেন এবং সার্বিক মিশ্র ইউজার ইন্টারফেসকে অনুধাবন করতে অ্যাপলিকেশন লজিকের সাথে এদের সংযুক্ত করে দিন।

মাঝে মাঝে আপনি চাবেন একটি ফ্রাগমেন্ট আরেকটি ফ্রাগমেন্টের সাথে যোগযোগ করুক, উদাহরনস্বরূপ একটা ইউজার ইভেন্টের উপর ভিত্তি করে কনটেন্ট পরিবর্তন করা। সকল ফ্রাগমেন্ট থেকে ফ্রাগমেন্টের যোগাযোগটা সংযুুক্ত একটিভিটির মাধ্যমে ঘটে থাকে। দুইটা ফ্রাগমেন্টের সরাসরি যোগাযোগ করা উচিত নয়।