অ্যান্ড্রয়েডকে বাংলা ভাষাভাষি মানুষের কাছে আরো সহজভাবে উপস্থাপন করার জন্য আমাদের “বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা” পোর্টালটি সবার জন্য উন্মুক্ত করা হল।
জাতীয় মোবাইল অ্যাপ প্রশিক্ষণ কর্মসুচির মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশের ৬৪টি জেলায় অ্যান্ড্রয়েড অ্যাপ প্রশিক্ষণ দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এই বই / পোর্টালটি প্রকাশ করা হল । গুগল নিয়ন্ত্রিত অ্যান্ড্রয়েড এর অফিসিয়াল ডেভলপার সাইটের কনটেন্ট এর বাংলা সংস্করণ হল এই “বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা”।
এই পোর্টালটি এখনও অসম্পূর্ন এবং এতে প্রতিনিয়ত আপডেটের কাজ চলবে। আপনার যে কোন মন্তব্য/ সংশোধন/ অবদান এর জন্য আমাদের জানান। আমাদের টিম বিষয়টি পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।