(http://developer.android.com/training/basics/actionbar/adding-buttons.html )
একশন বার আপনাকে অ্যাপসের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ন একশন আইটেম এর জন্য বাটন এ্যাড করতে দেয়। ওইগুলো একশন বারে সরাসরি আইকন বা/এবং টেক্সট এর সাথে দৃশ্যমান হয় যাকে একশন বাটন (action buttons) বলা হয়। যে একশন, একশন বার এর সাথে খাপ খায় না বা তেমন গুরুত্বপূর্ণ নয় সেটা একশন ওভারফ্লোতে হিডেন থাকে।
ফিগার ১, সার্চ এবং একশন ছড়িয়ে দেয়ার জন্য একশন বাটন সহকারে একশন বার, যা অতিরিক্ত একশন উন্মোচন করে।