বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

HTML ডেকুমেন্ট প্রিন্ট

(http://developer.android.com/training/printing/html-docs.html)

অ্যান্ড্রয়েডে শুধু একটি ফটোর বাইরেও কনটেন্ট প্রিন্টআউটের জন্য প্রয়োজন একটি প্রিন্ট ডকুমেন্টের ভিতরে টেক্সট এবং গ্রাফিক্স কম্পোজ করা। একটি ডকুমেন্ট কম্পোজ করতে এবং একটি ন্যুনতম কোড দিয়ে এটা প্রিন্ট করতে অ্যানড্রয়েড ফ্রেমওর্য়াক HTML ব্যবহার করার একটি উপায় সরবরাহ করে।

অ্যান্ড্রয়েড ৪.৪ (এপিআই লেভেল ১৯) এর মধ্যে, WebView ক্লাস HTML কনটেন্ট প্রিন্টিং সক্রিয় করতে আপডেট হচ্ছে। ক্লাস একটি স্থনীয় HTML রিসোর্স লোড করতে বা ওয়েব থেকে একটি পেজ ডাউনলোড করতে, একটি প্রিন্ট জব তৈরী করতে এবং অ্যান্ড্রয়েডের প্রিন্ট সার্ভিসের প্রতি এটা হস্তান্তর করতে আপনাকে অনুমোদন করে।

এই অনুশীলনী আপনাকে দেখাবে কীভাবে টেক্সট এবং গ্রফিক্স ধারন করা HTML ডকুমেন্ট অতি দ্রুত তৈরী করা যায় এবং এটা প্রিন্ট করতে WebView ব্যবহার করা যায়।