বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

পূরাতন সংস্করণ ডিভাইসের জন্য সার্চ ডায়লগ প্রদান করা

পূরাতন ডিভাইসে সার্চ ডায়লগ আহবান করতে, onSearchRequested()কল করুন যখনই একজন ইউজার অপশন মেনু থেকে সার্চ মেনু আইটেম নির্বাচন করে। কারন অ্যান্ড্রয়েড ৩.০ এবং এর পরবর্তী সংস্করনের ডিভাইস একশন বারে SearchView দেখায় (যেভাবে প্রথম অনুশীলনী যেভাবে দেখানো হয়েছে), শুধুমাত্র ৩.০ এর চেয়ে পূরাতন সংস্করণ onOptionsItemSelected()কল করে যখন ইউজার সার্চ মেনু আইটেম নির্বাচন করে।

@Override
public boolean onOptionsItemSelected(MenuItem item) {
    switch (item.getItemId()) {
        case R.id.search:
            onSearchRequested();
            return true;
        default:
            return false;
    }
}