আপনি ইক্লিপস বা কমান্ড লাইন যেটাই ব্যবহার করে থাকুন না কেন, ইম্যুলেটরে অ্যাপ রান করাতে আপনার প্রথমেই একটি Android Virtual Device (AVD) তৈরী করতে হবে। AVD হচ্ছে অ্যান্ড্রয়েড ইম্যুলেটরের ডিভাইস কনফিগারেশন যা আপনাকে বিবিধ ডিভাইস কে মডেল করতে অনুমোদন করে।
ফিগার ১. AVD ম্যানেজার কিছু ভার্চুয়াল ডিভাইস দেখাচ্ছে।
1. অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার:
*
কমান্ড লাইন থেকে, ডিরেক্টরিকে
android avd
f
2 . অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার প্যানেলে, New ক্লিক করুন।
3 . AVD এর জন্য বিস্তারিত বিবরণগুলো পুরন করুন । এর একটি নাম, একটা প্লাটফর্ম টার্গেট, একটি SD কার্ড সাইজ এবং একটি স্কিন দিন (HVGA হচ্ছে ডিফল্ট),
4 . Create AVD তে ক্লিক করুন।
5 . অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার থেকে নতুন AVD নির্বাচিত করুন এবং Start এ ক্লিক করুন
6 . ইম্যুলেটর বুস্ট আপ হওয়ার পর ইম্যুলেটর স্ক্রিন আনলক করুন।
ইক্লিপস থেকে অ্যাপ রান করতে:
1. আপনার যে কোন একটি প্রজেক্ট ফাইল ওপেন করুন এবং টুলবার থেকে Run ক্লিক করুন
ইক্লিপস আপনার AVD তে অ্যাপ ইনস্টল করে দিবে এবং চালু করে দিবে
অথবা কমান্ড লাইন থেকে আপনার অ্যাপ রান করুন
1 . আপনার অ্যান্ড্রয়েড প্রজেক্ট এর দিকে ডিরেক্টরি পরিবর্তন করুন এবং নিচের কাজটি করুন :
ant debug
2 . নিশ্চিত করুন আপনার PATH এনভায়রেনমেন্ট ভেরিয়েবলে অ্যান্ড্রয়েড এসডিকে platform-tools/ ডিরেক্টরি অন্তর্ভুক্ত আছে। তারপর করুন:
adb install bin/MyFirstApp-ebug.apk
3 . ইম্যুলেটরে MyFirstActivity খুজে বের করুন এবং এটা ওপেন করুন
এভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ ইম্যুলেটরে তৈরী ও রান করাতে পারবেন। ডেভেলপিং শুরু করতে পরবর্তী অনুশীলনীতে চলে যান।