যতক্ষণ না নিচের বিষয়গুলো না ঘটে থাকে নোটিফিকেশন দৃশ্যমান থাকে:
ইউজার নোটিফিকেশন বাদ দিয়ে দেয় হয় একক ভাবে না হয় “ক্লিয়ার অল” ("Clear All") ব্যবহার কওে (যদি নোটিফিকেশন ক্লিয়ার হতে পারে।
ইউজার নোটিফিকেশন কে টাচ করতে পাওে, এবং আপনি setAutooCanel() কল করেন যখন আপনি এই নোটিফিকেশন তৈরী করেছিলেন।
আপনি একটি নির্দিষ্ট নোটিফিকেশন আইডির জন্য কল cancel() করতে পারেন। এছাড়াও এই পদ্ধতি চলতি নোটিফিকেশনও ডিলিট করে দিতে পারে।
আপনি cancelAll()কল করেন, যা আপনি পূর্বে যতগুলো নোটিফিকেশন ইস্যু করেছেন তা অপসরণ করতে পারেন।