যখন এটা আপনার ইউজারকে ফ্রেশ ডাটার সতর্কতা নিয়ে আসে, ”উপকারী”("useful") অবস্থা থেকে ”বিরক্তিকর” ("annoying") চলে আসাটা সহজ। যদি আপনার অ্যাপলিকেশন স্ট্যাটাসবার নোটিফিকেশন ব্যবহার করে থাকেন, দ্বিতীয়টা তৈরী না করে আপনার যেটা আছে সেটাকেই আপডেট করুন (http://developer.android.com/guide/topics/ui/notifiers/notifications.html#Updating)। আপনি যদি ইউজার কে সতর্ক করতে বিপ বা ভাইব্রেট করতে চান তাহলে একটি টাইমার সেট করার কথাটি বিবেচনা করতে পারেন। অ্যাপলিকেশনকে এক মিনিটে একবারের বেশী সতর্ক করতে দিবেন না, এটা ইউজারকে আপনার অ্যাপলিকেশনকে আন-ইনস্টল করতে, ডিভাইস বন্ধ করতে বা ডিভাইস ছুড়ে ফেলে দিতে প্ররোচিত করতে পারে। বিরক্তিকর হবেন না