বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

ডিসেনডেন্ট নেভিগেশন বাস্তবায়ন

(http://developer.android.com/training/implementing-navigation/descendant.html)

ডিসেন্ডেট নেভিগেশন হচ্ছে অ্যাপলিকেশনের ইনফর্মেশন হায়ারারকি নেভিগেশন ডাউন করে। এটা Designing Effective Navigation আলোচনা করা হয়েছে এবং Android Design: Application Structure (http://developer.android.com/design/patterns/app-structure.html) তেও এ বিষয়ে আলোচিত হয়।

ডিসেন্ডেট নেভিগেশন সাধারণভাবে Intent অবজেক্ট এবং startActivity()ব্যাবহার করে, অথবা FragmentTransaction অবজেক্ট ব্যবহার করে একটি একটিভিটিতে ফ্রাগমেন্ট যোগ করার মাধ্যমে বাস্তবায়িত হয়। এই অনুশীলনী অন্যান্য আগ্রহোদ্দীপক কেস নিয়ে আলোচনা করে যা সামনে আসে যখন ডিসেন্ডেন্ট নেভিগেশন বাস্তবায়ন করা হয়।