বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা - Bangla Android Guide

একটি ইনটেন্ট ব্যবহার করে নতুন একটি কনট্যাক্ট প্রবেশ করান

আপনি মাঝে মাঝে ইউজারকে একটি নতুন কনট্যাক্ট প্রবেশ করতে দিতে চাইতে পারেন যখন আপনার অ্যাপ নতুন ডাটা গ্রহণ করে। উাদহরণস্বরূপ, একটি রেস্টুরেন্ট রিভিউ (পর্যালোচনা) অ্যাপ ইউজারকে একটি কনট্যাক্ট হিসাবে রেসটুরেন্টকে যুক্ত করতে দিতে পারে, যেহেতু তারা তারা এটাকে রিভিউ করছে। একটি ইনটেন্ট ব্যবহার করে এটা করতে, আপনার কাছে যতটুকু ডাটা আছে তার সবগুলো ব্যবহার করে ইনটেন্ট তৈরী করুন, এবং তারপর ইনটেন্টটিকে কনট্যাক্ট অ্যাপে সেন্ড করুন।

কনট্যাক্ট অ্যাপটি ব্যবহার করে একটি কনট্যাক্ট প্রবেশ করানো কনট্যাক্ট প্রভাইডারের ContactsContract.RawContacts টেবিলের মধ্যে একটি নতুন ৎধি প্রবেশ করায়। যদি প্রয়োজন হয়, কনট্যাক্ট অ্যাপ ইউজারকে একাউন্ট টাইপ এবং একাউন্ট ব্যবহার করার জন্য উৎসাহিত করে যখন ৎধি কনট্যাক্ট তৈরী করে। কনট্যাক্ট অ্যাপ ইউজারকে অবগতও করে যদি ইতমধ্যে ৎধি কনট্যাক্ট বিদ্যমান থেকে থাকে। ইউজারের তখন প্রবেশ করানোর বিষয়টা বর্জন করার সুযোগ থাকে, ইে ক্ষেত্রে কোন কনট্যাক্ট তৈরী হয় না। raw কনট্যাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে Contacts Provider (http://developer.android.com/guide/topics/providers/contacts-provider.html) API guide দেখুন ।